মৌলভীবাজারের ৪ আসনের দুটিতে নতুন মুখ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৯:২১ এএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। যদিও মাঠে সরব ছিল এমন একটি আসন শরিকদের জন্য ছেড়ে দেয়া হতে পারে।
তবে এবারের দলীয় বাছাইয়ে বাদ পড়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মৌলভীবাজার-৩ আসনের এমপি বর্ষিয়ান নেতা নেছার আহমদ। অন্যদিকে মৌলভীবাজার-২ আসনেও এসেছে আওয়ামী লীগের নতুন মুখ।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলীয় ঘোষণা আসে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) চারবারের সাবেক এমপি, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো: শাহাব উদ্দিন। মৌলভীবাজার-২ (কুলাউড়া) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক, ক্রীড়া সংগঠক মো: শফিউল আলম চৌধুরী নাদেল।
মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) বিশিষ্ট শিল্পপতি ও শেখ রাসেল স্মৃতি পরিষদের উপদেষ্টা মো: জিল্লুর রহমান। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) সাবেক চিফ হুইপ ও ৬ বারের এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এর মধ্যে মৌলভীবাজার-২ মো: শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ আসনে মো: জিল্লুর রহমান এবার প্রথমবার মনোনয়ন পেলেন।
এদিকে দলীয় মনোনয়ন ঘোষণার পর পরই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় একাধিক আসনে বেশ কয়েকজন সতন্ত্র ও অনান্য দলীয় প্রার্থী নির্বাচন করার করার ঘোষণা দেন।
এএইচ