ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্যবসায়ী শহীদ উল্লাহ হত্যায় ৪ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪১ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার | আপডেট: ০৩:৪৪ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

কুমিল্লা বরুড়ায় ব্যবসায়ী শহীদ উল্লাহ হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দীর্ঘ ২৬ বছর পর এই মামলার রায় হলো।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কুমিল্লা বরুড়া উপজেলার পরানপুর গ্রামের ইউছুব, বনি আমীন, সোলায়মান, আব্দুল হক এবং মহিলা বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আসামি ইউসুফের বড় বোন রজ্জবী বিবি।

নিহত ফার্ণিচার ব্যবসায়ী শহীদ উল্লাহ একই গ্রামের বরুড়া বিজরা মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মৃত আবদুল মজিদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালে ২১ মে দুপুরে শহিদুল্লাহ তার জমিতে ধানের চারা রোপণ করতে যায়। তখন শহিদুল্লার সাথে আসামিদের বাকবিতণ্ডা হয়। পরে রাতের বেলা শহিদুল্লাহকে তার দোকান থেকে ডেকে নিয়ে আসামিরা কুপিয়ে জখম করে। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় শহিদুল্লাহ। এই ঘটনায় ২২ মে নিহতের ভাই আমানুল্লাহ বাদী হয়ে মামলা করলে পুলিশ ১৫ জনের নামে চার্জশিট প্রদান করে। 

২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ২৬ বছর পর মামলার রায় দিয়েছে আদালত। 

এএইচ