ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

কালকিনিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার | আপডেট: ০৪:০৬ পিএম, ২৭ নভেম্বর ২০২৩ সোমবার

মাদারীপুরের কালকিনিতে পুকুরের পানিতে ডুবে ফাতেমা নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ফাতেমা (৩) কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মোঃআল আমিন সরদারের মেয়ে। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিশু ফাতেমা সবার চোখ ফাঁকি দিয়ে একা খেলতে গিয়ে তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ শিশু ফাতেমাকে না দেখে তার মা সোনিয়া বেগম খোঁজাখুজি শুরু করে। পরে পাশের বাড়ির এক ছেলে ফাতেমাকে পুকুরের পানিতে ভাসতে দেখে সবাইকে ডাক দেয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক।
কেআই//