ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

বঙ্গবন্ধুর সমাধিতে ড. আবদুস সোবহান মিয়ার শ্রদ্ধা নিবেদন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মাদারীপুর-৩ আসনের নৌকার মনোনয়নপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান মিয়া গোলাপ।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

এ সময় সহধর্মিনী গুলশান আরা গোলাপসহ তাঁর সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় সুরা ফাতিহা পাঠসহ বিশেষ মোনাজাত করা হয়।

এএইচ