ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৫ ১৪৩১

লোন অ্যাপ প্রতারণা; চীনা নাগরিকসহ গ্রেফতার ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৬ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার

লোন অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগে একজন চীনা নাগরিকসহ ১৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এর মাধ্যমে গত ছয় মাসে ২০০ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

জানান, বাংলাদেশ ছাড়াও এই প্রতারক চক্রের কল সেন্টার আছে পাকিস্তানে। মূল সার্ভার সিঙ্গাপুরের। দীর্ঘদিন ধরে এই চক্র প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ঋণ দেয়ার এই অ্যাপের প্রচারণা চলছে। সুনির্দিষ্ট অ্যাপ ইন্সটল করতে বলা হয়। এবং তারপর ফোন থেকে হাতিয়ে নেয়া হয় গ্রাহকের ব্যক্তিগত তথ্য।

কেআই//