সম্পদ ঘাটতিতে ‘মারাত্মক দেউলিয়া’ চীনের ছায়া ব্যাংক ঝোংঝি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:০০ পিএম, ২৮ নভেম্বর ২০২৩ মঙ্গলবার
চীনের বৃহত্তম ছায়া ব্যাংকগুলোর একটি ঝোংঝি এন্টারপ্রাইজ গ্রুপ বিনিয়োগকারীদের ঋণ পরিশোধ করতে পারছে না। আবাসন খাতে বিনিয়োগকারী গ্রুপটি ট্রাস্ট সেক্টরে বিপদের ঘণ্টা বাঁজিয়ে দিয়েছে।
বেইজিং ভিত্তিক কোম্পানিটি বুধবার জানিয়েছে, তাদের মোট দেনার পরিমাণ ৪২০ বিলিয়ন ইউয়ান থেকে বেড়ে ৪৬০ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। অথচ কোম্পানির মোট স্থাবর সম্পদের পরিমাণ মাত্র ২০০ বিলিয়ন ইউয়ান।
দ্য স্টার জানিয়েছে, ঝোংঝি বিনিয়োগকারীদের এক চিঠিতে জানিয়েছে, গ্রুপটি মারাত্মকভাবে দেউলিয়া এবং স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়া ব্যাপক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঋণ পরিশোধের জন্য যে সম্পদ ব্যবহার করা যেতে পারে, তা মোট দেনার অনেক নিচে।
দুর্বল তারল্যের কারণে গ্রুপটির সম্পদের পুনরুদ্ধারের মূল্যও কম হবে। স্বল্প মেয়াদের দেনা পূরণেও সম্পদের ঘাটতি রয়েছে।
কর্তৃপক্ষ বলেছে, ২০২১ সালের ডিসেম্বরে কোম্পানির প্রতিষ্ঠাতা জি ঝিকুনের মৃত্যুর পর থেকে কোম্পানিটি ব্যাপকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তার পরবর্তী কয়েকজন কর্মকর্তাও পদত্যাগ করেছে।
কেআই//