ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন কাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৯ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার | আপডেট: ০২:১২ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামীকাল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে।

প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

রিটার্নিং অফিসাররা ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দিবেন এবং প্রার্থীরা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

এদিকে, উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়াকে কেন্দ্র করে সারাদেশে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সরগরম।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও নোয়াখালী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

সিলেটে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। এদিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ফেনী-১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। 

এএইচ