খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪২ পিএম, ২৯ নভেম্বর ২০২৩ বুধবার
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে আত্মঘাতী হামলায় দুই বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। ওই ঘটনায় তিন সেনাসহ আরও দশজন আহত হয়েছেন।
বান্নু জেলার বাকাখেলা এলাকায় রোববার হামলার ওই ঘটনা ঘটে বলে ডন জানিয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) জানিয়েছে, মোটরসাইকেলে করে এসে নিরাপত্তা বাহিনীর বহরে বিস্ফোরণ ঘটানো হয়। হামলাকারী একজন আফগান নাগরিক। হাফিজ গুল বাহাদুর গ্রুপের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, হামলার পর ওই এলাকায় শুদ্ধি অভিযান চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। সাহসী বেসামরিক ও সৈন্যদের এই আত্মবলী আমাদের চিত্তকে আরও শক্তিশালী করে।
এর আগে আইএসপিআর জানায়, দক্ষিণ ওয়াজিরিস্তানের সারারোঘা এলাকায় গোয়েন্দা অভিযানে আট জঙ্গি নিহত হয়েছে।
এছাড়া বুধবার খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার রজমাক এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে বোমা হামলায় দুই সেনা নিহত হয়েছেন।
সূত্র-ডন
কেআই//