গাজীপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৪ এএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৩৭ এএম, ৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার
গাজীপুরের ঝাজর এলাকায় দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে ।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ঢাকা বাইপাস মহাসড়কে সড়কে এই ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা বাইপাস মহাসড়কে ঝাজর এলাকায় ২টি কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জামান, দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে দুটি কাভার্ডভ্যানের সামনের অংশ পুড়ে গেছে।
এএইচ