ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গাজায় ইসরায়েলি হামলার মধ্যে সতর্ক অবস্থানে হিজবুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯ পিএম, ১ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুক্রবার বলেছে, ফিলিস্তিনি মিত্র হামাস ও ইসরায়েলের মধ্যে পুনরায় লড়াই শুরু হওয়ার কারণে লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ পুনরায় শুরু হতে পারে। এজন্য তারা সজাগ ও প্রস্তুত রয়েছে।

শুক্রবার লেবানন সীমান্তের কাছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরে রকেট সাইরেন বাজানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে কী কারণে তারা সাইরেন বাজিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

২০০৬ সালের যুদ্ধের পর সম্প্রতি সবচেয়ে খারাপ শত্রুতায় অবতীর্ণ হয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে সীমান্তের ওপারে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলা বিনিময় হয়। গত সপ্তাহে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর প্রতিফলন ঘটিয়ে লেবানন সীমান্তেও শত্রুতার অবসান ঘটে।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ রাজনীতিবিদ হাসান ফাদলাল্লাহ বলেন, লেবাননে আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় সজাগ রয়েছি। যে কোনো সম্ভাবনা ও যেকোনো বিপদ মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

কেআই//