ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:১২ এএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার

মাদারীপুরের কালকিনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমাইয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলার বাঁশগাড়ি এলাকার পরিপত্র গ্রামের হাসান চৌকদারের স্ত্রী।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গৃহবধূ সুমাইয়া আক্তার নিজ হাতে তৈরিকৃত কিছু শীতের পিঠা তার বাড়ির ছাদে রোদে শুকাতে যায়। এসময় ছাদে পড়ে থাকা একটি  বৈদ্যুৎতিক তারে জড়িয়ে সুমাইয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার বাঁশগাড়ি ইউপি পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজ রহমান সুমন জানান, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূ সুমাইয়ার মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বিষয়টি আসলে দুঃখজনক।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং অপমৃত্যু একটি এজাহার দায়ের করা হয়েছে।

এএইচ