ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না: কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০২:১০ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন হবে, তা হবে দুর্নীতি এবং অপরাজনীতির বিরুদ্ধে। মনোনয়নপত্র জমাদানকারী স্বতন্ত্র প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে না বলে মন্তব্য করেন তিনি।

রোববার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের দল থেকে বহিষ্কার করা হবে না। 

তিনি বলেন, নির্বাচনে আসলে বিএনপির ভরাডুবি হবে জেনে তারা নির্বাচনে আসছে না। বিএনপি আন্দোলনের নামে চোরাগোপ্তা হামলায় এখন টোকাই ব্যবহার করছে বলে অভিযোগ করেন কাদের। 

ওবায়দুল কাদের বলেন, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে বিএনপি। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ বিএনপি নির্বাচনে আসতে ভয় পায়। সাহস থাকলে হত্যার রাজনীতি থেকে বেরিয়ে দেশে এসে রাজপথে রাজনৈতিক মোকাবিলা করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

এএইচ