ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

ইউরো ২০২৪ গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ইতালি, স্পেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৩১ পিএম, ৩ ডিসেম্বর ২০২৩ রবিবার

আগামী বছর জার্মানীতে অনুষ্ঠিতব্য ইউরো ২০২৪’র মূল পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ও শক্তিশালী স্পেন পড়েছে একই গ্রুপে। বি-গ্রুপে তারা একে অপরের সাথে লড়বে। গ্রুপ-ডি’তে নেদারল্যান্ডের মোকাবেলা করতে ফ্রান্স। ইংল্যান্ড অবশ্য গ্রুপ পর্বে সৌভাগ্যক্রমে কঠিন প্রতিপক্ষকে এড়িয়েছে।

গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড সি-গ্রুপে স্লোভেনিয়া, ডেনমার্ক ও সার্বিয়ার মুখোমুখি হবে। এদিকে আগামী বছরের ১৪ জুন মিউনিখের টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচে জার্মানী মোকাবেলা করবে স্কটল্যান্ডের। 

২০২১ সালে গত ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওয়েম্বলিতে ইংল্যান্ডকে পেনাল্টিতে পরাজিত করে শিরোপা জয় করেছিল ইতালি। গ্রুপ-বি’তে অপর দুই দল হরো ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। ইউরো ২০১২ ফাইনালে ইতালিকে হারিয়ে শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছির স্পেন। আগামী ১৫ জুন বার্লিনে নিজেদের প্রথম ম্যাচে ২০১৮ বিশ্বকাপ রানার্স-আপ ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে স্পেন। 

বাছাইপর্বে ফলাফলের ভিত্তিতে তলানির পটে স্থান পাওয়ায় সবসময়ই ইতালির ভাগ্যে কঠিন একটি গ্রুপ পড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইউক্রেনের সাথে বাছাইপর্বের শেষ ম্যাচেও তারা গোলশুন্য ড্র করে পয়েন্ট হারিয়েছে। কোচ লুসিয়ানো স্পালেত্তি বলেছেন, ‘যখন তুমি চতুর্থ পটে থাকবে তখন ধরেই নিতে হবে অনেকগুলো দল তোমার সামনে রয়েছে। কিন্তু তোমাকে ভুলে গেলে চলবে না তুমি ইতালির প্রতিনিধিত্ব করছো। তোমাকে প্রতিটি ম্যাচই গর্বের সাথে খেলতে হবে।’

২০২২ বিশ্বকাপ রানার্স-আপ ফ্রান্সের সাথে গ্রুপ পর্বের আরো একটি বড় ম্যাচে মুখোমুখি হবে প্রায় সব বড় আসরেই সামনের দিকে থাকা নেদারল্যান্ডস। বাছাইপর্বেও এই দুই দল একই গ্রুপের ছিল। উভয় ম্যাচেই অবশ্য ফ্রান্স জয়ী হয়েছিল। এই দুই দল মূল পর্বে ডি-গ্রুপে একে অপরের মোকাবেলা করবে। এই গ্রুপের অপর দুই দল হলো অস্ট্রিয়া ও প্লে-অফে বিজয়ী দল। প্লে-অফের দলগুলোর মধ্যে রয়েছে পোল্যান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও এস্তোনিয়া।

সি-গ্রুপে ইংল্যান্ডের প্রতিপক্ষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ১৯তম স্থানে থাকা ডেনমার্ক। ফ্রান্সের সাথে নি:সন্দেহে সাউথগেটের দলই টুর্নামেন্টের ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ১৬ জুন গেলসেনবার্চেনে সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশন শুরু করবে ইংল্যান্ড। 
সাউথগেট বিবিসিকে বলেছেন, ‘আমি এখানে বেশ কয়েকটি ড্র’তে এভাবেই উপস্থিত হয়েছি। সবার মধ্যেই একই ধরনের অনুভূতি এখানে কাজ করে। ড্রয়ের ফলাফল সবাই কাগজে দেখতে পায়, কিন্তু খেলা তো আর কাগজে কলমে হয়না। এক, দুটি দল এড়ানোর অবশ্যই বাড়তি আনন্দ আছে। বিশেষ করে পট থ্রি ও পট ফোরে থাকা দলগুলোর ক্ষেত্রে এটা বেশী হয়। তারপরও একটি কথা বলতেই হয়, ইউরোতে খেলতে আসা সব দলই সমান। সবাই কঠিন প্রতিপক্ষ।’

তিনি আরো বলেন, ‘গত কয়েক বছরে দল হিসেবে আমরা নিজেদের অনেক উন্নতি করেছি। বড় ম্যাচ খেলার মানসিকতা গড়ে উঠেছে। যে কারনে প্রত্যাশাও বেড়ে গেছে। আশা করছি সমর্থকদের বড় কিছু উপহার দিতে পারবো। গত কয়েকটি টুর্ণামেন্টে শিরোপা কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছে। এবার তা পূরণ করতে চাই।’

ইংল্যান্ড যদি গ্রুপ পর্বে শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে যায়, ফ্রান্স যদিও শীর্ষস্থান পায় তবে এই দুই দল নক আউট পর্বে একই পথে থাকবে। সেক্ষেত্রে দল দুটি সেমিফাইনালে দেখা হবার সম্ভাবনা রয়েছে। 

গ্রুপ-এ’তে  উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানীর আতিথ্য গ্রহণ করবে স্কটল্যান্ড। এই গ্রুপের অপর দুই দল হলো হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। স্কটিশ ম্যানেজার স্টিভ ক্লার্ক বলেছেন, ‘টুর্ণামেন্টের শুরুর ম্যাচ খেলা সবসময়ই আনন্দের। প্রথম ম্যাচে ভাল কিছু করতে পারলে আত্মবিশ্বাস বাড়ে। পুরো টুর্ণামেন্টে তার প্রভাব থেকে যায়।’

স্পেনের সাথে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন জার্মানীর সাম্প্রতিক ফর্ম নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। জার্মানী কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ‘মিউনিখে স্কটল্যান্ডের বিপক্ষে আমরা ইউরো যাত্রা শুরু করতে যাচ্ছি। আশা করছি গ্রুপের অন্য ম্যাচগুলোও আকর্ষণীয় হবে। এটা গ্রুপ অব ডেথ নয়, কিন্তু প্রতিপক্ষ দলগুলোকে আমরা সমীহ করছি।’

২০১৬ ইউরো বিজয়ী পর্তুগাল গ্রুপ-এফ’এ তুরষ্ক, চেক প্রজাতন্ত্র ও প্লে-অফে খেলা গ্রীস, জর্জিয়া, লুক্সেমবার্গ ও কাজাকাস্তানের মধ্যকার বিজয়ীর সাথে লড়বে। 

ই-গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ স্লোভাকিয়া, রোমানিয়া ও ইসরায়েল, আইসল্যান্ড, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া ও ইউক্রেনের মধ্যকার প্লে-অফ বিজয়ী দল। 

মাসব্যাপীয় আয়োজিত ইউরো চ্যাম্পিয়নশীপের ম্যাচ জার্মানীর ১০টি শহরে অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই বার্লিনে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।  প্রতি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ষোলতে খেলার যোগ্যতা অর্জন করবে। তাদের সাথে থাকবে তৃতীয় স্থানে থাকা সেরা চার দল। 
ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে ইউরোর সর্বমোট প্রাইজমানি নির্ধারণ করার হয়েছে ৩৩১ মিলিয়ন ইউরো। প্রতি দল শুরুতেই পাবে ৯.২৫ মিলিয়ন ইউরো। গ্রুপের সবকটি ম্যাচ জিততে পারলে প্রতিটি দল পাবে সর্বোচ্চ ২৮.২৫ মিলিয়ন ইউরো।

ইউরো ২০২৪ মূল পর্বের ড্র :
গ্রুপ-এ : জার্মানী, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ-বি : স্পেন, ক্রোয়েশিয়া, ইতালি, আলবেনিয়া
গ্রুপ-সি : স্লোভেনিয়া, ডেনমার্ক, সার্বিয়া, ইংল্যান্ড
গ্রুপ-ডি : প্লে-অফ বিজয়ী এ, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ফ্রান্স
গ্রুপ-ই : বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ বিজয়ী বি
গ্রুপ-এফ : তুরষ্ক, প্লে-অফ বিজয়ী সি, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র
প্লে-অফ পাথ এ : পোল্যান্ড, এস্তোনিয়া, ওয়েলস, ফিনল্যান্ড
প্লে-অফ পাথ বি : ইসরায়েল, আইসল্যান্ড, বসনিয়া এন্ড হার্জেগোভেনিয়া, ইউক্রেন
প্লে-অফ পাথ সি : জর্জিয়া, লুক্সেমবার্গ, গ্রীস, কাজাকাস্তান

কেআই//