বাংলাদেশ দলের জন্য বোনাস ঘোষণা বিসিবি সভাপতির
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:০০ পিএম, ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ জিতলে ক্রিকেট দলকে আর্থিক বোনাস দেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
একটি স্থানীয় হোটেলে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে ডিনারের পর পাপন বলেন, ‘এটা করতে পারলে এটি হবে ঐতিহাসিক সিরিজ জয়। সিলেটে প্রথম টেস্টে ভালো খেলেছে তারা। যেখানে উইকেট খারাপ ছিল না। নিউজিল্যান্ডকে হারাতে সেরা ক্রিকেট খেলতে হয়েছে বাংলাদেশকে।’
তিনি আরও বলেন, ‘তারা বোনাস চায়নি, তবে একজন খেলোয়াড় জানতে চেয়েছিলো, বোনাস পাবে কি না। আমি বলেছি, সিরিজ জিতলে অবশ্যই পাবে। আশা করি এটি করতে পারবে তারা।’
প্রথম টেস্টে ১৫০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
মিরপুরের উইকেট ধীরগতির এবং নিচু হবার সম্ভাবনা থাকায়, বাংলাদেশ সুবিধা পাবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: বাসস
এসবি/