এক মাস পর হারিয়ে যাওয়া শিশু ফিরে পেল পরিবার
বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৯ এএম, ৭ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
কুমিল্লা জেলার নিজ বাড়ি থেকে গত এক মাস আগে হারিয়ে যাওয়া রায়হান (১০) নামে এক শিশুকে ফিরে পেয়েছে তার পরিবার। নিখোঁজের এক মাস পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।
বুধবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে রায়হানকে তার পরিবারের কাছে তুলে দেন শার্শা উপজেলা সমাজসেবা অধিদফতর ও প্রশাসনিক কর্মকর্তারা।
রায়হান কুমিল্লা জেলার বুড়িচংয়ের আনন্দপুর গ্রামের আলী আহম্মেদের ছেলে।
জানা যায়, শিশু রায়হানকে চার দিন আগে নাভারণ রেল স্টেশনে উপজেলা আনসার সদস্যরা খুঁজে পায়। পরে তাকে উদ্ধার করে সমাজ সেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে খোঁজ খবর নিয়ে তার পরিবারকে খুঁজে পায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উদ্ভাবক মিজানুর রহমানের উপস্থিতিতে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
রায়হানের পরিবার জানান, গত এক মাস আগে সে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় অনেক খুঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সন্তানকে ফিরে পেয়ে অনেক আনন্দিত। সেই সাথে শার্শা উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা ও আনসার সদস্যদের ধন্যবাদ জানান তারা।
এএইচ