ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৩ ১৪৩১

পাচারের সময় বিলুপ্ত প্রজাতির ৩০০ সুন্ধি কচ্ছপ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৮ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার | আপডেট: ১০:১০ এএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

চট্টগ্রামের মিরসরাইয়ে পাচারের সময় ৩০০ সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছে বড়তাকিয়া বিট কর্মকর্তা। পরে কচ্ছপগুলো উপজেলার মহামায়া লেকে অবমুক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। 

বড়তাকিয়া বিট কর্মকর্তা মো. মামুন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে জিজ্ঞেস করে এগুলো কার, তারা এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

পরবর্তীতে বস্তা খুলে দেখি প্রায় ৩০০টির মত সুন্ধি কচ্ছপ। 

এগুলো উদ্ধার করে হেফাজতে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৯টার দিকে মহামায়া লেকে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়েছে।

এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান।

এএইচ