মনজুর পশতিনের মুক্তির জন্য জাতিসংঘে আবেদন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৮ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) প্রধান মনজুর পশতিনের অবিলম্বে মুক্তির দাবিতে জাতিসংঘের কাছে আবেদন করেছে। এ ছাড়া পাকিস্তান সেনাবাহিনীর কর্তৃক তার হত্যার চেষ্টার নিন্দা করেছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারকে লেখা এক চিঠিতে পিটিএম বেলুচিস্তানের চামান জেলায় আইএসআই-পুলিশের যৌথ অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ব্যর্থ হত্যা চেষ্টা এবং পিটিএম নেতা সুপরিচিত মানবাধিকার কর্মী মনজুর পশতিনকে অবৈধভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে।
চিঠিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে বেলুচিস্তান প্রদেশের তুরবাত জেলায় জোরপূর্বক গুম, নির্বিচারে আটক ও নির্যাতনের বিরুদ্ধে বেলুচ হিউম্যান রাইটস ডিফেন্ডারস আয়োজিত অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে মনজুর পশতিন ও তার সহকর্মীদের বাধা দেয়া হয়। মনজুর ও তার সমর্থকদের সঙ্গে সেসময় পাকিস্তান সেনাবাহিনী সন্ত্রাসীদের মতো আচরণ করে। চমন প্রেসক্লাবের কাছে তাদের গাড়িতে সরাসরি গুলি চালায় পাক সেনাবাহিনী। মনজুরকে তার সহকর্মীরা রক্ষা করে। পরে আফগান শরণার্থীদের উপর পাকিস্তানের নৃশংস দমন পীড়নের বিরুদ্ধে পশতুন কর্মীদের আয়োজিত চমন অবস্থান কর্মসূচিতে যাওয়ার পথে মনজুর পশতিনকে গ্রেপ্তার করা হয়।
পশতুন তাহাফুজ মুভমেন্ট জাতিসংঘের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করে যে, নেতার ওপর এটিই প্রথম হামলা নয়। এর আগে ১৮ আগস্ট, ২০২৩ তারিখে পিটিএম ইসলামাবাদে একটি প্রতিবাদ সমাবেশ করে। সেখানে পাকিস্তানের সুপ্রিম কোর্টকে পশতুন জাতিগত সংখ্যালঘুদের মৌলিক মৌলিক অধিকার, বিশেষত তাদের বেঁচে থাকার অধিকার রক্ষা করার আহ্বান জানায়। এর পরপরই ইসলামাবাদে পিটিএম-এর অফিস বন্ধ করে মনজুর পশতিনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৪ ডিসেম্বর তুরবাতে এক বিক্ষোভে বক্তব্য দেওয়ার জন্য গ্রেফতার হওয়া মনজুর পশতিন নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রাক্তন সদস্য মহসিন দাওয়ার বলেন, এটা খুবই উদ্বেগজনক যে ৪ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর মনজুর পশতিনকে এখনও কোন আদালতে হাজির করা হয়নি। তাকে জোর করে গুম করা হয়েছে। রাষ্ট্র প্রকাশ্যে ও নির্লজ্জভাবে আইন লঙ্ঘন করছে। আমরা অবিলম্বে মনজুরকে আদালতে হাজির করার দাবি জানাচ্ছি। সোমবার বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, পিটিএম একটি 'পাকিস্তান বিরোধী সংগঠন' যাকে বেলুচিস্তানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।