ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ম্যাচ জমিয়ে তুলেও জয় পেলনা বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ম্যাচ ছিনিয়ে নিল স্যাটনার-ফিলিপসের ব্যাট। তবে দ্রুত ৬ উইকেট তুলে নিয়ে ম্যাচটি জমিয়ে তুলেছিল মিরাজ-তাইজুল। শেষ পর্যন্ত স্যাটনার-ফিলিপসের কাছে হেরে গেল বাংলাদেশ।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ৪ উইকেটে জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ৬৯ রানে ৬ষ্ঠ উইকেটের পতনের পর হাল ধরেন ফিলিপস-স্যাটনার। এই জুটি শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।  ফিলিপস ৪০ এবং স্যাটনার ৩৫ রান করে অপরাজিত থাকেন।

জবাব দিতে নেমে খুব দ্রুতই উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলীয় ৫ রানে কর্নওয়েকে ফেরান শরিফুল ইসালাম। উইলিয়ামসনকে ১১ রানে ফেরান তাইজুল ইসলাম। ৯ রানের ব্যবধানে হেনরি নিকলসকে প্যাভিলিয়নের পথ ধরান মিরাজ। 

অন্যপ্রান্ত থেকে লড়াই করা লাথামকেও বেশিক্ষণ টিকতে দেননি মিরাজ। টম ব্লান্ডেলকে ২ রানে তাইজুল আর হেনরি নিকলসকে ১৯ রানে আউট করেন মেহেদি হাসান মিরাজ। 

এরপর গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনার খেলেছেন কার্যকরী ইনিংস। দুজন মিলে ৭৭ বলে করেছেন ৭০ রান। তাতেই মিরপুর টেস্টে জয়ের স্বাদ পেয়ে যায় নিউজিল্যান্ড। 

তাতে ১-১ সমতায় শেষ হলো সিরিজ। প্রথম টেস্ট সিলেটে জয় পেয়েছিল বাংলাদেশ।

এএইচ