ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, বাড়ছে শীত

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ০৯:২১ এএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৯:২৩ এএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার

উত্তরাঞ্চলের জেলাসহ দেশের বিভিন্ন স্থানে শীত শুরু হয়েছে। সঙ্গে ঘন কুয়াশা।

রোববার বেশ বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। গেলো মধ্যরাত থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে রংপুরের সর্বত্র। আজ এই জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 

শীত নামতে শুরু করায় কষ্ট বাড়ছে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষের। 

ঘন কুয়াশার চাদরে ঢাকা যমুনার চরাঞ্চলসহ পুরো সিরাজগঞ্জ জেলা। 

নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বেড়েছে শীতের তীব্রতা। সকালে কনকনে শীতের সাথে ঘন কুয়াশায় সকালে সূর্যের আলো দেখা যায়নি। বিপাকে চরাঞ্চলের শ্রমজীবী মানুষ। ঘন কুয়াশার কারণে ভোলার বিভিন্ন রুটে নৌযান চলাচল ব্যাহত হয়েছে। সড়কে দিনের বেলায় লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

এদিকে, ঘন কুয়াশার কারণে ভোলার বিভিন্ন রুট এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে ওই দুই রুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করা হয়। রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত  ফেরি চলাচল স্বাভাবিক হয়নি।

এএইচ