ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতায় আসতে হবে: তথ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৭:১৮ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রবিবার

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একজন ভালো সাংবাদিক সমাজ বদলে দিতে পারে, দেশ বদলে দিতে পারে। এজন্য প্রয়োজন দেশের প্রতি আন্তরিকতা এবং দায়িত্ত্ববোধ সাংবাদিকতা। আমাদের দেশে সেই দায়িত্ববোধ সাংবাদিকতা ছিল। এখন সংবাদপত্র বেড়েছে, অনলাইন এবং বেসরকারি রেডিও টেলিভিশনের সংখ্যা বেড়েছে। এখন গণমাধ্যমে নিয়ে অনেক বিড়ম্বনা দেখা যাচ্ছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। সাংবাদিকতার গুণগত মান বাড়াতে হবে। নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতায় আসতে হবে। আজকে এমন দুজন মানুষকে স্মরণ করা হচ্ছে এম ওয়াহিদ উল্লাহ এবং শীলব্রত বড়ূয়া দায়ত্ত্ববান সাংবাদিক ছিলেন। তাদের জীবন অনুসরণ করতে হবে। 

মন্ত্রী আজ (১০ ডিসেম্বর) রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন হলে অনুষ্ঠিত চট্রগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার দুই সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ও বরেণ্য সাংবাদিক দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো প্রধান এম ওয়াহিদ উল্লাহ ও দৈনিক ইত্তেফাকের সহযোগী সম্পাদক শীলব্রত বড়ুয়া’র স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকতা পেশায় শৃংখলা ফিরিয়ে আনতে হবে। আজকে অনেকে সাংবাদিকতা পেশায় এসে তারা অপসাংবাদিকতার পথকে বেচে নিচ্ছে। পৃথিবীর অনেক বড় বড় দেশে আমাদের দেশের মতো এত সংবদপত্র নেই। মন্ত্রী চলমান রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে বলেন, যারা মানবাধিকার লংঘন করে সমাজে বিশংখলার সৃষ্টি করেছে, তারাই আজকে মানবাধিকারের কথা বলে বেড়াচ্ছে। সত্যকে প্রকাশ করতে সাংবাদিকদেরকে ভূমিকা রাখতে তিনি আহবান জানান।

অন্যান্য বক্তরা বলেন, এম ওয়াহিদ উল্লাহ ও শীলব্রত বড়ুয়া ছিলেন সাংবাদিক সমাজের উজ্জল মুখ। তাদের পেশাগত জীবন ছিল সততা ও নিষ্ঠায় পরিপূর্ণ। তদের কলম ছিল সত্যের পক্ষে নির্ভীক। তাঁরা বেঁচে থাকবেন আমাদের মাঝে এক একজন আর্দশ মানুষ হিসেবে।

চট্রগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির হেড অফ নিউজ মামুন আবদুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি উপস্থাপনা করেন  সিজেএফডির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

দুই প্রয়াত সাংবাদিকের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, জাতীয় প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। চট্রগ্রাম জার্নালিস্ট ফোরাম ঢাকার প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি সান পত্রিকার এডিটর এনামুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন উল ইসলাম চৌধুরী,সিজেএফডি’র সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন জঙ্গী, মোস্তফা কামাল,একুশের টিভির ডেপুটি হেড আর নিউজ সাইফ ইসলাম দিলাল, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি অনুপ খাস্তগীর,বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিটি এডিটর কানাই চক্রবর্তী, সিজেএফডির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর ও সহসভাপতি শিবুকান্তি দাশ।

প্রয়াতের পরিবারের পক্ষ থেকে এম ওয়াহিদ উল্লাহ’র স্ত্রী মিসেস ওয়াহিদ ও ছেলে আসিব ওয়াহিদ এবং শীলব্রত বড়ুয়ার পরিবারের  পক্ষে সমীরণ বড়ুয়া বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক এম ওয়াহিদ উল্লাহ ও  শীলব্রত বড়ুয়া দুইজনই গুণী সাংবাদিক ছিলেন। তারা আমৃত্যু সাংবাদিকতার পেশায় ছিলেন। তাঁদের কর্মময় জীবন ছিল সততা ও নম্রতায় ভরা। 

এম ওয়াহিদ উল্লাহ চট্রগ্রামের প্রভাবশালী দৈনিক আজাদীর ঢাকা ব্যুারোতে নিষ্ঠার সাথে কর্ম করে গেছেন। শীলব্রত বড়ুয়া দৈনিক ইত্তেফাকে দীর্ঘকাল পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাদের সাদাসিদে জীবনে সকালের শ্রদ্ধার পাত্রই ছিলেন।  
কেআই//