আনসার আল ইসলাম’র প্রশিক্ষণ প্রধানসহ গ্রেপ্তার ৬
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫১ এএম, ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধানসহ ৬ জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন র্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ (পূর্বাচল) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ৬ জনের মধ্যে রাজধানীর আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এলাকার আনসার আল ইসলাম’র প্রধান সমন্বয়কারী ও প্রশিক্ষণ শাখার প্রধান আব্দুর রাজ্জাক ওরফে ইসহাক ওরফে সাইবা রয়েছেন।
এ বিষয়ে আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।
এএইচ