খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ জন নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৯ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৪ জন নিহত হয়েছে। এ’সময় দুর্বৃত্তরা দুই জনকে ধরে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার মধ্যরাতে উপজেলার পুজগাং এলাকায় বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়। নিহতরা হলেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সহ-সভাপতি সুনীল ত্রিপুরা এবং সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে। ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, আজকের যুব সম্মেলন বানচাল করতেই মুখোশধারী নব্য গণতান্ত্রিক ইউপিডিএফ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।
এসবি/