ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৪ ১৪৩১

ভোলা-ঢাকা নৌরুটে মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

ঘন কুয়াশায় ভোলা-ঢাকা নৌরুটে মেঘনার নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার রাত ১টার দিকে চাঁদপুর সংলগ্ন মিয়ার চর এলাকার মেঘনা নদীতে সুরভী-৮ এবং টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সোহেল। সে ভোলার চরফ্যাসন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ওসমান আলী ফরাজী বাড়ির মোঃ সেলিম ফরাজীর ছেলে।

সুরভী-৮ লঞ্চে থাকা যাত্রীরা জানান, ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে রাত ১০টায় সুরভী-৮ লঞ্চটি ঢাকার সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর নামক স্থানে আসার পর ঘন কুয়াশায় কারণে ঢাকা থেকে ভোলার চরফ্যাশনগামী টিপু-১৪ নামে অপর একটি যাত্রীবাহী লঞ্চের সাথে সুরভী-৮ এর সঙ্গে ধাক্কা লাগে এতে সুরভী-৮ লঞ্চের ডান অংশ ভেঙে যায়। এ ঘটনায় লঞ্চের অন্তত ১০ যাত্রী আহত হন। পরে আহতদের মধ্যে সোহেল নামে এক যাত্রীর মৃত্যু হয়।

সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এসবি/