ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী দেখতেচায় মুক্তিযোদ্ধার সন্তানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের পক্ষে সারাদেশে গণসংযোগে নামার সিদ্ধান্ত নিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটি। সংগঠনের নেতৃবৃন্দ জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখার অভিপ্রায়ে সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার সৃস্টি করতে সাংগঠনিক সফরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন।এই লক্ষ্যে দেশব্যাপী গণসংযোগের রূপরেখা চূড়ান্ত করা হয়। 

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্ব করেন।সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়নের পরিচালনায় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার এড. সাইফুল বাহার মজুমদার,লুবনা খান,সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন,এড.আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি:মো: শাহ পরান ছিদ্দিকী তারেক,প্রচার সম্পাদক ইঞ্জি: অনি সামদানী চৌধুরী,দপ্তর সম্পাদক রউফ আনসারী, আইন সম্পাদক এড.আশরাফুল আলম,প্রকল্প সম্পাদক বেলাল আহমেদ,মহিউদ্দিন ভূইয়া শামীম,এড.সারওয়ার হোসেন কিবরিয়া,ব্যারিস্টার গোলাম সারওয়ার আকন্দ সহ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবির বলেন,নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় আসা যায় না। জ্বালাও-পোড়াও করে অতীতে কেউ সুবিধা লাভ করতে পারেনি,ভবিষ্যতেও পারবে না। কারণ বাংলাদেশের জনগণ শেখ হাসিনার পাশে আছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে ষড়যন্ত্রকারীদের ঠাঁই নাই।

তিনি বলেন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প বাংলাদেশে কেউ নেই। তাই বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমরা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেজন্য সারাদেশে আমরা সফরে যাবো। শেখ হাসিনা এবং বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে নেমেছে তাদের বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলবো। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবো।