শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তরুণ প্রজন্মের কাছে পৌছে দিতে হবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন উন্নয়ন,গণতন্ত্র,সুশাসন ও মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী সরকারের ধারাবাহিকতা রক্ষায় এবারের জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। তাই এই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে প্রচার সম্পাদক পাকেল সাহার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন।অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার এড.এনামুল হক কাজল,যুগ্ন সাধারন সম্পাদক শাহিনুর করিম বাবু, প্রচার সম্পাদক ইঞ্জি: অনি সামদানী চৌধুরী, মাহাদী,মো.ফারুক,আল আমীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন বলেছেন, তরুণ প্রজন্মের অধিকাংশ কেবল শহীদ বুদ্ধিজীবী দিবস শব্দটির সাথে পরিচিত কিন্তু শহীদ বুদ্ধিজীবী কারা এবং তাদের হত্যার নেপথ্যে কারা ছিলেন তা অনেকেরই অজানা। তাই ব্যাপকভাবে দিবসটির পালন ও এ বিষয়ে প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি বলেন বিভিন্ন সময় ইতিহাস বিকৃতির ঘটনা ঘটেছে,তার পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এড. এনামুল হক কাজল বলেছেন, বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনা এবং আদর্শ পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে মুক্তিযোদ্ধা সন্তানরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।