ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

টানা চতুর্থবারের মতো স্বাধীনতা কাপের ফাইনাল নিশ্চিত করল বসুন্ধরা কিংস। শুক্রবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় সেমিফাইনালে আবাহনীকে ৪-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজোনের দল। 

এই ম্যাচে গোল পেয়েছেন মোহাম্মদ সোহেল রানা, দরিয়েলতন গোমেজ, মিগেল ফিগেইরা ও রবসন রোবিনহো। 

১৮ ডিসেম্বর গোপালগঞ্জে ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব।

প্রথমার্ধ গোল শূন্য গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা কিংস। বদলে যাওয়া এক দলের সামনে যেন দাঁড়াতেই পারছিল না আবাহনী। 

ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি স্বাগতিকদের। ৪৮ মিনিটেই সোহেল রানার গোলে এগিয়ে যায় কিংস। মাঝ মাঠে বল পান সোহেল রানা। কিছুটা এগিয়ে পাস দেন মিগেল দামাসানাকে। ফিরতি পাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি সোহেল রানা।  

৫৩ মিনিটে রাকিবের জোগান দেওয়া বলে ব্যবধান দ্বিগুণ করেন দরিয়েলতন গোমেজ। ৭৭ মিনিটে গোছানো আক্রমণ থেকে ব্যাবধান ৩-০তে নিয়ে যায় বসুন্ধরা কিংস। বক্সের বাঁ-প্রান্ত থেকে সাদ উদ্দিনের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মিগেল দামাসেনা।  

৮৬ মিনিটে বক্সের ভেতর রবসনকে বাজে ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে কোনও ভুল করেননি দলের অধিনায়ক। সেই সঙ্গে ঘরের মাঠে অপরাজিত থাকারও রেকর্ডটা আরও একটু বাড়িয়ে নিল কিংস।  

কেআই//