খোকসা- কুমারখালীতে মহান বিজয় দিবস পালিত
রঞ্জন ভৌমিক
প্রকাশিত : ০৯:১৬ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার
বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়ার খোকসা ও কুমারখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে শহীদ মিনারে পুস্পপাল্য অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ পরে খোকসা জানিপুর সরকারি পাইলট বিদ্যালয়ে খেলার মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর যায়েদ ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক। এছাড়াও খোকসা সরকারি কলেজে অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা । বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় মানবিক অনুষদের ডীন ডঃ শহিদুর রহমান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক ডক্টর আমানুর আমান ।
অন্যদিকে কুমারখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।