ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭ এএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ১০:২৮ এএম, ১৭ ডিসেম্বর ২০২৩ রবিবার

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুরের একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকার একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সুলতান মিয়া (৬২), তার স্ত্রী সাহিদা আক্তার (৪৫), ছেলে নবী হোসেন (২৭) এবং আলী মিয়া (২৩)।

জানা যায়, কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর গতরাতে ভাড়া বাসায় ফেরেন তারা। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শ পেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নারীসহ চারজন দগ্ধ হন।

এমন ঘটনায় ভবনের নীচ তলার চায়ের দোকানী বলেন, আমরা বিশাল বোমার মতো আওয়াজ শুনে বেড়িয়ে দেখি তিন তলার জানালার কাঁচ ভেঙ্গে পড়েছে। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাদের নেয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমা হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

এএইচ