নিরাপত্তা পরিষদকে বুড়োদের ক্লাব বললেন জয়শঙ্কর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:১২ এএম, ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার
ফাইল ছবি
এবার জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার বেঙ্গালুরুতে নিরাপত্তা পরিষদকে বুড়োদের ক্লাব বলে বর্ণনা করেন তিনি।
এ সময় নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশকে একহাত নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ক্ষমতা কমে যাওয়ার ভয়ে নতুন কোন দেশকে স্থায়ী সদস্য পদ দিতে চায় না তারা।
এছাড়া জাতিসংঘ দিন দিন আরও ব্যর্থ ও অকার্যকর হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর।
বৈশ্বিক নানা বিরোধ সমাধানে জাতিসংঘ কোন ভূমিকা রাখতে পারছে না বলে উল্লেখ্য করেন জয়শঙ্কর। এ অবস্থায় জাতিসংঘে সংস্কার আনার তাগিদ দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে এতে রাজি নন পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স।
এএইচ