তেজগাঁওয়ে ট্রেনে আগুন, মা-শিশুসহ নিহত ৪
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৭ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মা ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
নিহত চারজনের মধ্যে মা নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিনের পরিচয় মিলেছে। বাকী দুইজন পুরুষের পরিচয় এখনও মেলেনি।
নিহত ইয়াসিনের পরিবার নেত্রকোনার বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরছিলেন বলে জানা গেছে। তাদের সঙ্গে মামা ছিলেন, তিনি অক্ষত আছেন।
ভোর পাঁচটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দেড় ঘন্টার চেষ্টায় তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি রাতে নেত্রকোণা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেন খিলক্ষেতে আসলে যাত্রীরা বগিগুলোতে আগুন দেখতে পান।
এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান। সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে েএবং একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার কাজ শেষে ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে পাঠিয়ে দেয়া হয়েছে।
এএইচ