ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

রাজশাহীতে মিছিল থেকে পুলিশের ওপর হামলা, বোমা উদ্ধার

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

বিএনপি-জামায়াতের ডাকা হরতালের সমর্থনে রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর হামলা হয়েছে। এসময় হামলাকারিরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও হাত বোমা নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বোয়ালিয়া থানা এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনা ঘটে। 

এ সময় পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

একই সময় হরতালের সমর্থনে তালাইমারি এবং রাত সাড়ে ৮টার দিকে সাগরপাড়া মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা রাস্তার উপর আগুন জ্বালানোর চেষ্টা করে।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবির বলেন, হরতালের সমর্থনে জামায়াত-শিবির নেতাকর্মীরা হঠাৎ করে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তারা ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশকে লক্ষ্য করে হাত বোমার বিস্ফোরণ ঘটনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

ওসি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়। আটককৃতরা ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানান তিনি।

এএইচ