ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রাজধানীর সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮ এএম, ১৯ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিসংযোগের পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে সচল করা হয়েছে লাইন। এতে রাজধানীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৫টার দিকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ঢাকা রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সোমবার রাত ১১টায় নেত্রকোণা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেন খিলক্ষেতে আসলে যাত্রীরা বগিগুলোতে আগুন দেখতে পান। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান। 

সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সকাল পৌনে ৭টার দিকে আগুন নির্বাপন করে এবং একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।

নিহত চারজনের মধ্যে মা নাদিরা আক্তার পপি ও তার তিন বছরের ছেলে ইয়াসিনের পরিচয় মিলেছে। বাকী দুইজন পুরুষের পরিচয় এখনও মেলেনি। 
 
নিহত ইয়াসিনের পরিবার নেত্রকোনার বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরছিলেন বলে জানা গেছে। তাদের সঙ্গে মামা ছিলেন, তিনি অক্ষত আছেন।

মৃতদেহ ৪টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এএইচ