ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সংঘর্ষের আগুনে পুড়ল বাস-প্রাইভেটকার, নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৫২ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

গোপালগঞ্জ জেলায় বাস ও প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস ও প্রাইভেটকারটিতে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগে পুড়ে গেছে যানবাহন দুটি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এই ঘটনা ঘটে।

এতে ঘটানস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক মোহাম্মদ উল্লাহ (৩৮)। তার বাবার নাম আব্দুল লতিফ মাষ্টার। তিনি মানিকগঞ্জের সানবান্দা গ্রামের বাসিন্দা।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে।

এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হয়। এ সময় আহত হয়েছেন কারের আরোহী মানিকগঞ্জের সানবান্দা গ্রামের হযরত আলীর তিন সন্তান ফাহিম (২০), ফাহাদ (১৮) এবং ইফাদ (১৬)। 

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।

এএইচ