ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ট্রেনে নাশকতাকারীদের পরিচয় শনাক্ত, দ্রুত গ্রেপ্তার: হারুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসের বগিতে আগুন দিয়েছে তাদের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশিদ। তিনি জানান, বাসে যারা আগুন দিয়েছে তারা ছাড় পায়নি, ট্রেনে যারা আগুন দিয়েছে তারাও ছাড় পাবেনা। 

বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রেলে আগুন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ বলেন, ট্রেনে আগুন দেয়া রাজনৈতিক কোন পাঠ নয়, এটা এক ধরনের দুর্বৃত্তায়ন।

মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অনেকের নাম পেয়েছি, তাদের দ্রুতই গ্রেপ্তার করা হবে। যারা ট্রেনের বগিতে আগুন লাগিয়েছে তারা ছাড় পাবে না।

ভাড়াটিয়া অথবা টাকার বিনিময়ে যারা দুর্বৃত্তায়ন করছে, তাদের এসব কাজ থেকে সরে আসার আহবান জানান হারুন অর রশিদ। তিনি বলেন, যারা এই কাজ করছে সেই জায়গা থেকে সরে এসে নাশকতা-দুর্বৃত্তায়ন বন্ধ করুন। কোনো বড় ভাইয়ের নির্দেশে এই কাজটি করা মোটেও ঠিক নয়।

ডিবি প্রধান বলেন, যারা নাশকতা করতে চায় তাদের পরিচয় আমাদের জানাবেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

দুই-একটি বাস ও ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলে মনে করেন ডিবি প্রধান। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ, চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।

গেল ১৯ ডিসেম্বর ভোরে ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে আসার পর মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে তেজগাঁও স্টেশনে ট্রেন থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে আগুনে পুড়ে যায় তিনটি বগি, মারা যায় চারজন। 

এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যরা। ঘটনার পর মামলাও করেছে রেলওয়ে পুলিশ, চলছে তদন্ত। 

এএইচ