ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের ঐতিহাসিক চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ জনের প্রাণ গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই হামলার ঘটনায় আহত হন অন্তত ২৫ জন।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কলা ভবনের দর্শন বিভাগে এলোপাতাড়ি গুলি চালায়। ২৪ বছর বয়সী হামলাকারী ওই বিভাগেরই ছাত্র।  ঘটনার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়। এসময় তার সঙ্গে থাকা একাধিক অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন হামলাকারীর বাবাকে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। এছাড়া গতসপ্তাহে প্রাগের একটি জঙ্গলে দুটি হত্যাকাণ্ডেও এই একই ব্যক্তি জড়িত বলে ধারণা করছে পুলিশ। নজিরবিহীন এই ঘটনায় শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে চেক সরকার।

এসবি/