সবজির বাজার চড়া
আহম্মদ বাবু, একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:০৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার
গেল সপ্তাহের চেয়ে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকার মত। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সোনালী মুরগীর দামও কেজিতে ৩০ টাকা বেড়েছে। স্থিতিশীল আছে গরু-খাসীর মাংস ও মাছের বাজার। এদিকে, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা কেজি দরে।
ভরা মৌসুমে চড়া সবজির বাজার। কয়েকদিন আগের বৃষ্টি আর রাজনৈতিক অস্থিরতাকে কারণ দেখিয়ে সরবরাহ কমকে দুষছেন বিক্রেতারা।
বাজার নিয়ন্ত্রণে সরকারে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি মনিটরিং বাড়ানোর দাবি ক্রেতাদের। স্থিতিশীল রয়েছে পেঁয়াজের বাজার। ধীরে ধীরে দাম কমবে বলে জানান বিক্রেতারা।
ব্রয়লার ও দেশী মুরগীর দাম না বাড়লেও বেড়েছে সোনালীর দাম। ডজনে ডিমের দামও ১০টাকা বাড়তি।
গরু ও খাশির মাংশ আগের দরে বিক্রি হচ্ছে। মাছের সরবরাহ থাকায় বাড়েনি দাম। তবে ইলিশ মাছ বিক্রি হচ্ছে প্রকার ভেদে ১২০০ থেকে ১৮০০ টাকা কেজি দরে।
সরবরাহ থাকায় চালের দামও অপরিবর্তিত রয়েছে।
এসবি/