ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হামাস বলেছে তাদেরকে নির্মূলের ইসরায়েলের লক্ষ্য ‘ব্যর্থ হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

হামাসের সামরিক শাখা বৃহস্পতিবার বলেছে, গাজায় হামাস প্রতিরোধ গ্রুপকে নির্মূল করার ইসরায়েলের উদ্দেশ্য ‘ব্যর্থ হবে’।  
দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলের বিমান ও স্থল অভিযান চলছে।

ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদাও একটি অডিও রেকর্ডিংয়ে বলেছেন, গাজায় জিম্মিদের আরও মুক্তি ‘আগ্রাসন বন্ধ করার’ উপর নির্ভর করে।

তিনি বলেন, ইসরায়েলের অব্যাহত আক্রমণ বা ‘সরাসরি সামরিক অভিযান’ জিম্মিদের ঘরে ফিরিয়ে আনবে না।
‘আলোচনা ছাড়া শত্রুবন্দীদের জীবিত মুক্তি দেওয়া সম্ভব নয়।’
ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, গাজায় এখনও ১২৯ জন জিম্মি রয়েছেন।

আবু ওবেদা বলেন, আলোচনার ‘কোন বিকল্প নেই’, বলে সতর্ক করে দিয়েছেন যে ইসরায়েলি আগুন আরো জিম্মিদের মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে।

মুখপাত্রের রেকর্ডিংয়ের কিছুক্ষণ পরে হামাসের সশস্ত্র শাখা একটি ভিডিও প্রকাশ করে যেখানে তিনজন ইসরায়েলি জিম্মিকে দেখিয়ে দাবি করেছে যে, তারা ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়।

গাজার হামাস সরকারের মতে, ইসরায়েলের প্রতিশোধমূলক বোমাবর্ষণ এবং স্থল আক্রমণে কমপক্ষে ২০,০০০ মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত মাসে একটি যুদ্ধবিরতি ইসরায়েলি কারাগারে বন্দী ২৪০ ফিলিস্তিনিদের বিনিময়ে ৮০ ইসরায়েলিসহ ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেয়।

সূত্র: বাসস

এসবি/