ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দাঁড়ানো ট্রাকের পেছনে বাসের ধাক্কা, হেলপারসহ আহত ৪

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার

যশোরের শার্শায় কুয়াকাটা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের হেলপারসহ অন্তত চার জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা মাধবী রানী (৫০), রাম চন্দ্রশীল (৬০) ও কুয়াকাটার রাব্বি (২৫) এবং বাসের হেলপার আব্দুস সাত্তার (৪২)। তার বাড়ি ঝিকরগাছার কালিগজ্ঞ গ্রামে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী কুয়াকাটা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় পরিবহনে থাকা হেলপারসহ চারজন যাত্রী আহত হয়।

পরে স্থানীরা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। এতে হেলপার আব্দুস সাত্তারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

নাভারন হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

এএইচ