ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আজ শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আর দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ সকালে ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৬ শতাংশ।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন নিকলি ও তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে যশোর ও পটুয়াখালিতে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন রাঙ্গামাটিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৩৮মিনিটে।

এএইচ