রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে বাসচাপায় একজনের প্রাণহানি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের চাপায় শান্ত (২৫) নামে এক যুবক মারা গেছেন। নিহত যুবক হানিফ সুপার পরিবহনের বাসের হেলপার (সহকারি) হিসেবে কর্মরত ছিলেন।
বাসস’র ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যায়। টার্মিনালের ভিতরে হানিফ সুপার বাস মেরামতের কাজ করছিলেন শান্ত। এসময় সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস পেছন দিক থেকে শান্তকে চাপা দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়।
মেডিকেল সংবাদদাতা জানান, আহত অবস্থায় শান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি নরসিংদী জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ জরুরী বিভাগে রাখা হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: বাসস
এসবি/