নৌকার হেভিওয়েটদের চিন্তার কারণ স্বতন্ত্র প্রার্থীরা (ভিডিও)
মানিক শিকদার
প্রকাশিত : ১১:৩৪ এএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার
এবার ভোটের মাঠে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। নৌকা প্রতীকের পাশাপাশি ঈগল, ট্রাকসহ বেশ কিছু প্রতীকে লড়ছেন আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী। কিছু স্থানে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উত্তেজনাও ছড়িয়েছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ থাকলেও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা।
আওয়ামী লীগের নৌকার বিপক্ষে জাতীয় পার্টির লাঙ্গল, তৃণমূল বিএনপির সোনালী আঁশসহ ২৭টি দল নির্বাচনের অংশ নিলেও ৩৮২ স্বতন্ত্র প্রার্থীই জমিয়ে তুলেছেন নির্বাচনী প্রচার। এরমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ২৬৯ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। বেশিরভাগ আসনেই স্বতন্ত্র প্রার্থীরাই মূল প্রতিদ্বন্দ্বী। স্বতন্ত্রের তালিকায় ২৮ জন সাবেক সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, প্রভাবশালী নেতারাও আছেন।
এরইমধ্যে সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণায় উৎসব মুখর হয়েছে উঠেছে নির্বাচনের মাঠ।
দলীয় প্রার্থীদের মতোই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারের দুয়ারে প্রার্থীরা। নৌকার হেভিওয়েট প্রার্থীদের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করছেন ভোটাররা।
ফরিদপুর-৩ আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী নেতা একে আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন শামিম হকের সাথে। অভিযোগ পাল্টা অভিযোগে ভোটের মাঠে ছড়াচ্ছে উত্তাপ।
ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আবার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এ আসনেও আওয়ামী লীগ প্রার্থী জাফরউল্লাহর সাথে তুমূল প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে প্রার্থীরা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের কুষ্টিয়া-৩ এ গত ২টি সংসদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবার প্রার্থী হয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। এ আসনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তীব্র লড়াইয়ের আভাস মিলছে। শুরু থেকেই অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার ভোটের রাজনীতি।
হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী আডভোকেট মাহবুর আলীর মাথাব্যথার কারণ সামাজিক মাধ্যমে তুমুল জনপ্রিয় ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তিনি লড়ছেন ঈগল প্রতীক নিয়ে।
ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, “স্বতন্ত্র ঠিকই কিন্তু আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।”
এ ছাড়া দেশব্যাপী ২৬৮টি আসনে নৌকা, লাঙ্গল ও অন্যান্য দলীয় প্রতিকের সাথে স্বতন্ত্র প্রতীক ঈগল, ট্রাক, কেটলীর লড়াই জমবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান পর্যবেক্ষকদের।
ইলেকশন মনিটরিং ফোরাম চেয়ারম্যান মোহাম্মদ আবেদ আলী বলেন, “যদিও নির্বাচন কমিশনের হাতে অনেক ক্ষমতা কিন্তু সরকার যদি সদিচ্ছা দেখায় তাহলে একটি সুন্দর একটি পরিবেশ হবে।”
নির্বাচন পর্যবেক্ষদের প্রত্যাশা, এবারের ভোট সুষ্ঠু করতে কমিশন দায়িত্বশীল ভূমিকাই রাখবে।
এএইচ