ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

বাগাতিপাড়ায় নৌকার নির্বাচনী অফিসে আগুন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বকুলের বাগাতিপাড়ার নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুস্কৃতিকারীরা। 

শনিবার রাতের কোন এক সময় উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা এলাকায় ওই আগুন লাগানোর ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত হস্তক্ষেপের আগে আগুনে নির্বাচনী অফিসের কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয়রা জানান, তালতলা এলাকায় সামিয়ানা দিয়ে তৈরি নৌকার নির্বাচনী অফিস সংলগ্ন খড়ের গাদায় রাতের কোনো এক সময় কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। এতে ওই নির্বাচনী অফিসের একাংশ পুড়ে যায়। স্থানীরা গিয়ে আগুন জ্বলতে দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে সামিয়ানা ও কাপড়ের পর্দা  দিয়ে তৈরি ওই নির্বাচনী অফিস সংলগ্ন খড়ের গাদায় আগুন লাগানো হয়। ওই আগুনে নির্বাচনী অফিসের একাংশ অংশ পুড়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  

এএইচ