দু’দফা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট স্বাভাবিক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ১০:৪০ এএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার | আপডেট: ১০:৪৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও ঘন কুয়াশায় ফেরি পারাপার বন্ধ ছিল। দুই দফায় ৫ ঘন্টা থাকার পর সকাল সাড়ে আটটায় স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।
সোমবার মধ্যরাত ২টা থেকে ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে গেলে ভোর সাড়ে ৫টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
পরে আবার কুয়াশার পরিমাণ বেড়ে গেলে সকাল ৭টা থেকে সাড়ে আটটা পর্যন্ত আবার বন্ধ রাখা হয়। দুই বারে ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এতে ফেরিঘাট এলাকায় প্রাইভেটকার,পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন নিয়ে দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া শাখার ঘাট ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, ঘুন কুয়াশায় রাতে ও সকালে দুই বার ফেরি বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে আটটায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে ঘাটে কোন যানজট নেই।
এএইচ