ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫,   পৌষ ২২ ১৪৩১

নির্বাচনে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত র‍্যাব: মহাপরিচালক

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার | আপডেট: ০৩:০৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩ সোমবার

র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে র‍্যাব। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে র‍্যাবও মাঠে কঠোর ভূমিকা পালন করবে। 

আজ সোমবার দুপুরে এগারোটায় কুয়াকাটা পৌর শহরের ৩নং ওয়ার্ডে হতদরিদ্র দুই শতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব মাঠে অভিযান শুরু করেছে এবং জঙ্গি, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। 

এসময় কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ ও কুয়াকাটা পৌরসভার সাবেক কাউন্সিলর শাহআলমসহ র‍্যানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে রোববার র‍্যাব মহাপরিচালক কুয়াকটায় এসে রাত্রি যাপন করেন।

এএইচ