ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

‘ভোট বিপ্লবের মাধ্যমে নির্বাচন বর্জনকারীদের জবাব দেওয়া হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার

নির্বাচন বর্জনকারীদের ভোট বিপ্লবের মাধ্যমে জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, আমাদের দরকার একটা অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন। কোনো একটি বিশেষ দল নির্বাচনে এলো কিনা তাতে আমাদের কিছু আসে যায় না। আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তর ও দক্ষিণ লালাসরাই এলাকায় গণসংযোগকালে এ মন্তব্য করেন তিনি।

এ সময় আরাফাত বলেন, আপনাদের সহনশীল হতে হবে এবং সবাইকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহ দিতে হবে। বিশৃঙ্খলা ও হট্টগোল সম্পূর্ণরূপে পরিহার করতে হবে। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হয়।

arafat 1

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রাম করে বাংলাদেশের জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। আজকের যে নির্বাচনী সংস্কারও সেটাও আওয়ামী লীগ করেছে। ভোটার আইডি হালনাগাদ করে ১ কোটি ভুয়া ভোটার বাদ দেওয়া, স্বচ্ছ ব্যালট বক্স, ইভিএম, ভোটার আইডি, এই সব কিছু আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগ এদেশের মাটি ও মানুষের সংগঠন। 

নৌকার এ প্রার্থী বলেন, আগামী নির্বাচনের পরেই বিআরপি পুর্নবাসন প্রক্রিয়া তরান্বিত করা হবে। এ এলাকায় বিশুদ্ধ পানি ও রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু করেছি। নির্বাচনের পরই এসব কাজের সুফল এ এলাকার জনগণ ভোগ করবেন। আজকের বাংলাদেশ শিক্ষা-দীক্ষা এবং প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে।

কেআই//