ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

লাঙ্গল ফেলে নৌকায় চড়লেন জাপা’র তিন শতাধিক নেতাকর্মী

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ঢাকার নবাবগঞ্জে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির চার নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা দলে যোগদান করেন।
 
যোগ দেয়া চার নেতা হলেন ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল, জাতীয় মাহিলা পার্টির ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা শাখার সভাপতি রেশমী আক্তার, জাতীয় যুব সংহতির নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান মাহফুজ।

যোগদানকৃত ঢাকা জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি খন্দকার নুরুল আনোয়ার বেলাল বলেন, আমি ৪০ বছর ধরে জাতীয় পার্টি করে আসছি, ঢাকা -১ আসনের জাতীয়পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সালমা ইসলামের বিগত নির্বাচনে কাজ করেছি কিন্ত কোন মূল্যায়ন পাইনি। তাই সালমান এফ রহমানকে ভালবেসে তার উন্নয়ন দেখে আমরা মুগ্ধ হয়ে লাঙ্গল ফেলে নৌকায় উঠলাম। আগামী যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের হয়ে কাজ করবো।
 
ঢাকা জেলা ও নবাবগঞ্জ উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি রেশমা আক্তার ও নবাগঞ্জ উপজেলা জাতীয় যুসংহতির আহবায়ক, জাকির হোসেন,যুগ্ম আহবায়ক মাহফুজ রহমান মাহফুজসহ অন্যান্য নেতাকর্মীরা জাতীয় পার্টির ঢাকা-১ আসনের লাঙ্গলের প্রার্থী সালমা ইসলামের বিগত দিনের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন।

এসময় সালমান এফ রহমান জাতীয় পার্টি থেকে আসা সকল নেতাকর্মীদের স্বাগত জানান এবং তার নিজ দলের নেতাকর্মীদের যোগদানকৃতদের নিয়ে ভোটের মাঠে এক সঙ্গে কাজ করারও আহবান জানান তিনি। 

নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনার কলি পুতুল।
 
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান কিসমত, সহসভপতি মো. ইব্রাহিম খলিল, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শেখ নাহিদুল আলম নাদিম, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ সুজন বাবু প্রমুখ।

এএইচ