ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫,   পৌষ ২২ ১৪৩১

‘নির্বাচিত হলে বাড়বকুণ্ড এলাকাকে বিশেষায়িত শিল্পজোন হিসেবে গড়ে তোলা হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার | আপডেট: ০৭:৩০ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

সীতাকুণ্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০নং ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এস এম আল মামুন বলেন, জননেত্রী শেখ হাসিনার রাজনীতি উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি বাড়বকুণ্ড এলাকাকে একটি বিশেয়ায়িত শিল্পজোন হিসেবে গড়ে তুলবো।

পেট্রেবাংলার অনুমোদনপ্রাপ্ত সবকটি এলপিজি কারখানা বাড়বকুণ্ডে অবস্থিত। এগুলার সুরক্ষার জন্য এ এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্থাসহ ফায়ার সার্ভিসের আলাদা ইউনিট স্থাপনে চেষ্টা করবো যাতে যেকোন বড় ধরণের দুর্যোগ মোকাবেলা করতে পারে। বিএনপি রাজনীতি হলো পুড়িয়ে মানুষ খুন, উন্নয়নে বাধাদান।

আজ বাড়বকু- ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও ৪নং মুরাদপুর ইউনিয়নে আলাদা আলাদা সভায় উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সাদাকাত উল্লাহ মিয়াজী ও সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদিন সুজা, সাংগঠনিক সম্পাদক জালাল আহম্মদ, আবেদিন আল মামুন, এড. ভবতোষ নাথ, জারের আল-মাহামুদ, জেলা যুবলীগনেতা ওসমান চৌধুরী, হাসন মানিক, জামাল উল্লাহ মেম্বার প্রমুখ। মুরাদপুরে জনসভা ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম চেয়ারম্যান, চেয়ারম্যান এসএম করিম বাহার, মহিউদ্দিন আহমেদ, জাহাঙ্গীর ভূঁইয়া, মশিউর রহমান, সীতাকুণ্ড উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া বাকের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, তিনি ইউনিয়নে হাতিলোটা, মাহামুদাবাদ, কাঠগড়, ভাটেরখীল, শুকলালহাট বাজার, নুনমার দিঘী, বাড়বকুণ্ড বাজার, মুকবুল রহমান জুট মিলসহ ব্যাপক এলাকা গণসংযোগ করেন। 

কেআই//