ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, নিহত ৩১
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৫৯ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার
ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে এখন পর্যন্ত অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪০ জনের বেশি। রাশিয়ার এ হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে উল্লেখ করেছে ইউক্রেন।
শুক্রবার রাত থেকে ইউক্রেনের সামরিক ও অবকাঠামোগত স্থাপনাগুলো লক্ষ্য করে ছোড়া হয় এসব ক্ষেপণাস্ত্র-ড্রোন।
ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার কিয়েভ, ওডেশা, দিনিপ্রো, খারকিভ এবং লভিভকে লক্ষ্যবস্তু করে রাশিয়া অন্তত ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের অস্ত্রাগারে থাকা প্রায় সবকিছু দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।
রাজধানী কিয়েভের কাতেরিয়ানা ইভানিভনা (৭২) নামের একজন বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এসময় মাথা ঢেকে নিই এবং রাস্তায় বসে যাই। এরপর সেখান থেকে পালিয়ে যাই।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এ হামলায় বোঝা যায় রাশিয়ার আক্রমণ শুরুর প্রায় দুই বছর পরেও ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য অপরিবর্তিত রয়ে গেছে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত প্রায় দুই বছর ধরে চলছে এ যুদ্ধ।
এএইচ