গাজায় আরও কয়েক মাস যুদ্ধ চলবে: নেতানিয়াহু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:২১ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ০৯:২২ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
গাজায় যুদ্ধ আরও কয়েক মাস চলবে বলে জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মধ্য ও দক্ষিণ গাজায় হামলা জোরদার করেছে দেশটি। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৬৫ ফিলিস্তিনি।
সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখন চরম অবস্থায় রয়েছে। সব দিক থেকে লড়াই চলছে, তবে বিজয় অর্জন করতে আরও সময় লাগবে।
তিনি বলেন, হামাসকে নিরস্ত্রীকরণে জন্য মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণে নিতে হবে। এসময় লেবানন সীমান্তে হিজবুল্লাহ গোষ্ঠিকেও সতর্ক করেন নেতানিয়াহু।
এদিকে দক্ষিণ গাজায় খান ইউনিস শহর ও মধ্য গাজায় নুসিরাত, মাগাজি ও আল-বুরেইজ শরণার্থী শিবিরে হামলা জোরদার করেছে ইসরায়েল।
গেল আড়াই মাসে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৬শ’তে পৌঁছেছে।
জাতিসংঘ জানায়, ইসরায়েল হামলা বাড়ানোর পর বেড়েছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের সংখ্যা। গেল কিছু দিনে কেবলমাত্র রাফা শহরেই বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ লাখ মানুষ।
গাজার ৪০ শতাংশ মানুষ এখন দুর্ভিক্ষের মুখে রয়েছে বলে জানায় জাতিসংঘ।
এএইচ