শেষ হচ্ছে ঘটনাবহুল ২০২৩ (ভিডিও)
মানিক শিকদার
প্রকাশিত : ১১:১৮ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার | আপডেট: ১১:২০ এএম, ৩১ ডিসেম্বর ২০২৩ রবিবার
দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে ২০২৩ সালে রাজনীতির মাঠ ছিলো সরব। রাজপথে কর্মসূচি আর আন্দোলন নিয়ে সক্রিয় ছিল আওয়ামী লীগ ও বিএনপি। বছরজুড়ে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করলেও ২৮ অক্টোবর থেকে সহিংসতার পুরনো রূপে ফিরে বিএনপি। জাতীয় পার্টি তাদের নেতৃত্ব নিয়ে দ্বিধা দ্বন্ধে ছিল বছরজুড়ে। বছরের শেষার্ধে রাজনীতিতে আলোচিত হয়ে ওঠে নতুন দল- তৃণমূল বিএনপি ও বিএনএম। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচন ও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বছরজুড়েই আলোচনা ছিল রাজনীতির মঞ্চে।
২০২৩ সালে রাজনীতির মঞ্চে সবচেয়ে আলোচিত দিন ২৮ অক্টোবর। বিএনপির একদফা আন্দোলনে যোগ দেয় জামায়াতসহ সমমনা দলগুলো। তবে যুগপৎ আন্দোলনের অপমৃত্যু হয় সহিংস-নৃশংসতার মধ্য দিয়ে।
এদিন পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে সাংবাদিকদেরও প্রতিপক্ষ করে দলটি। বিভিন্ন স্থানে ২৮ জন সাংবাদিকের উপর বর্বর হামলা চালায় বিএনপি কর্মীরা।
২০২৩ এর জানুয়ারি থেকে সরকার পতনের আন্দোলনে সরব হয় বিএনপি। ১২ জুলাই পল্টন ময়দানে বিএনপির একদফার ডাকে যুগপৎ আন্দোলনে যুক্ত হয় সমমনা দলগুলো।
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অজয় দাশগুপ্ত বলেন, “২০২৩ সালের প্রথমার্ধ পর্যন্ত বিএনপিকে যে ভয়টা পেতো আওয়ামী লীগ যখনই বিএনপি ২৮ অক্টোবরে হিংসার পথে গেল তখনই আওয়ামী লীগের আপারহ্যান্ডে চলে যাওয়ার পথ প্রশস্ত হলো।”
বছরজুড়ে খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা নিয়ে আলোচনায় মুখর ছিল রাজনীতি অঙ্গন। বিদেশে যাওয়ার সুযোগ না পেলেও বিদেশি চিকিৎসক দেশে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
রাজনীতির মাঠে চালকের আসনেই ছিল আওয়ামী লীগ। বছরজুড়ে মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রায় প্রতিমাসেই উন্নয়ন অবকাঠামো উদ্বোধনে ব্যস্ত ছিল ক্ষমতাসীন সরকার। এবছরই পদ্মা সেতুতে রেল, মতিঝিল পযর্ন্ত মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেডএক্সপ্রেস ওয়েসহ দেশবাসী পেয়েছে ভিন্ন এক বাংলাদেশ।
অজয় দাশগুপ্ত বলেন, “২০২৩ সালে বড় বড় মেগাপ্রকল্প উদ্বোধন হতে দেখেছি। আওয়ামী লীগ টানা ১৫ বছর ধরে রাজপথে, প্রশাসনে, নির্বাচনী স্তরের স্থানীয় সরকার বা জাতীয়- সবজায়গায় তারাই প্রধান্য বিস্তার করে আছে।”
বছরের শুরুতে জাতীয় পার্টি আলোচনায় না থাকলেও নির্বাচনের আগে আলোচনায় উঠে আসে দলটি। নেতৃত্ব নিয়ে আবারও স্পষ্ট হয়ে ওঠে দেবর-ভাবীর সংকট। একইসঙ্গে নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে দ্বিধা থাকলেও অবশেষে ভোটের মাঠে জাতীয় পার্টি।
এ বছর রাজনীতিতে ব্যাপক আলোচিত একটি নাম তৃণমূল বিএনপি। বিএনপিরই কিছু নেতাকর্মীর দলছুট হয়ে গড়া দলটি নতুন ধারার রাজনীতি প্রবর্তনের প্রত্যয়ে নির্বাচনে অংশ নেয়। আলোচনায় ছিল বিএনএম, কংগ্রেসসহ বেশ কয়েকটি দল। তবে নির্বাচনের খেলায় বড় ভূমিকা নিয়ে এখন রাজনীতির মাঠে বেশি আলোচিত স্বতন্ত্র প্রার্থীরা।
১৫ নভেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী ট্রেনের হুইসেল বাজায় নির্বাচন কমিশন। আর এ ট্রেনে ওঠে ২৭টি রাজনৈতিক দল; আছেন ৪ শতাধিক স্বতন্ত্র প্রার্থী।
সবকিছু ছাপিয়ে ২০২৩ এ যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে সরব ছিল রাজনীতির মঞ্চ। আলোচনা ও সমালোচনার খোরাক জুগিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
এএইচ